সরাইলে দিনদুপুরে 'প্রতিযোগিতায়' দখল হয়ে যাচ্ছে খাল

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ২৩শে আগস্ট ২০১৯ ০৭:২০ অপরাহ্ন
সরাইলে দিনদুপুরে 'প্রতিযোগিতায়' দখল হয়ে যাচ্ছে খাল

সরাইলের প্রধান প্রধান খাল প্রতিযোগিতায় দখল হয়ে যাচ্ছে,  উপজেলার গরুর বাজারের পুর্ব পাশের সরকারি খাল। । ইতোমধ্যে দখলদাররা দোকান নির্মাণে এক সনা বন্দোবস্ত নিয়ে সেখানে কয়েক দফায় তা সম্প্রসারিত করে দখলে নিয়েছে খালের  মূল অংশ। এতে রীতিমত অস্তিত্ব সংকটে পড়েছে এক সময়ের বড় বড় নৌকা আসার স্রোতোবহা এ খালটি।

স্থানীয়দের অভিযোগ, সরাইল- নাসিরনগর রোড়ের হাসপালের মোড়ের পশ্চিম পাশে ও গরুর বাজারের পুর্বপাশের সরকারি খালটি দিন- দুপুরে দখল হচ্ছে যা প্রশাসনের নাকের উপর। দখল প্রক্রিয়া তরান্বিত করতে ভূমি দস্যুরা বিভিন্ন সময়ে নানা কৌশলে দিন- দুপুরে ড্রেজার লাগিয়ে বালু উওোলনে ভরাট  করে নিচ্ছে। সরকারি খাল ভরাটের কারণে সামান্য বৃষ্টি হলে বাড়ি - ঘর সহ রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দেই। নেমে আসে জনদৃর্ভোগ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়,সরাইলে খাল ভরাট প্রতিযোগিতা চলছে, উপজেলার গরুর বাজারের পূর্ব পাশে সরকারি খালটি ড্রেজার দিয়ে দিন -দুপুরে ভরাট করা হচ্ছে । আজ শুক্রবার( ২৩ আগস্ট)  দুপুর আড়াইটার দিকে দেখা যায়, বড্ডাপাড়া গ্রাম সহ আশপাশ এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খালটি ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে।

জনমনে প্রশ্ন, এই খাল ভরাটের প্রতিযোগিতা রুঁখবে কে? তথ্যানুসন্ধানে জানাগেছে, উপজেলার প্রধান খালটি  অধিকাংশ দখলদাররাই দফায় দফায় তাদের বন্দোবস্তকৃত দোকানঘরের বাড়িয়ে  দখল অব্যাহত রেখেছে। এমন অবস্থা চলতে থাকলে ঐতিহ্যবাহী খালটি পুরোটা দখল হতে খুব বেশী সময় লাগবেনা।এসময় উপস্হহিত কয়েক জন বলেন, ঐতিহ্যবাহী খালটি বাঁচাতে  সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সুুুুদৃষ্টি  কামনা করি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব