পিরোজপুরে এসডিজি বাস্তবায়নের লক্ষে উন্নয়ন সংস্থা অক্সফাম ও সিপিডি এর সহোযোগীতায় জেলা পর্যায়ে নেটওয়ার্ক ফোরাম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক দিয়ে যাই সংস্থার প্রধান কার্যালয় পিরোজপুরে নেটওয়ার্ক ফোরাম গঠন মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় কর্মশালার শুভ উদ্বোধন করেন ডাক দিয়ে যাই সংস্থার ডিরেক্টর মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার কর্ডিনেটর মোঃ জাকির গাজী, ডাক দিয়ে যাই রি-কল ২০-২১ প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ বশীর আহম্মেদ, গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন শীর্ষক প্রকল্পের সিএম দেবদাস ডাকুয়া। এছাড়া উপস্থিত ছিলেন সিবিও সদস্য, সিএসও এবং সাংবাদিক ও সুশীল সমাজ।
এ কর্মশালায় উপস্থিত সদস্যদের মধ্য থেকে আলমগীর কবির মান্নু কে সভাপতি ও সহ-সভাপতি আসমা বেগম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক দিবাকর দত্ত পুলিন, সাংগঠনিক সম্পাদক নিগার সুলতানা, দপ্তর সম্পাদক মিলন মিত্র, প্রচার সম্পাদক শিরিন আক্তার, এবং আলমগীর হোসেন ও হেনারা বেগম কে নির্বাহী সদস্য করে ৫১ সদস্যের একটি জেলা পর্যায়ের নেটওয়ার্ক ফোরাম গঠন করা হয়।
এসময় প্রকল্প সমন্বয়কারী বশীর আহম্মেদ এই ফোরামের গুরত্ব সম্পর্কে আলোচনায় বলেন, গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানে অংশগ্রহন প্রকল্প বাস্তবায়নের জন্য নেটওয়ার্ক ফোরামের কোন বিকল্প নাই। এই ফোরামের মাধ্যমে এলাকার দুঃস্থ অসহায় পরিবার সহ এলাকার উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।