দেশের ছয় জেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ ১২ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) মাগুরা, বগুড়া, পটুয়াখালী, ফরিদপুর, সিরাজগঞ্জ ও জামালপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে বগুড়ায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজন আহত হয়েছেন।স্থানীয়রা জানায়, ডাকাতমারা চর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নূরু প্রামাণিকের ছেলে আমিরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাইমা বেগম বেলচার (৩০) মৃত্যু হয়।প্রায় একই সময় সদর ইউনিয়নের বাটিয়া চরের তহসিনের ছেলে সুমন (৩২) পাট ধোয়ার সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর: ফরিদপুরের তিন উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা, সালথা ও আলফাডাঙ্গা উপজেলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মতিউর হরিদেবপুর গ্রামের বাসিন্দা।
মাগুরা: মাগুরা সদর উপজেলা আঠারোখাদা ইউনিয়নের নলদাহ ফসলের মাঠে বজ্রপাতে অলিফ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অলিফ ইউনিয়নের অরুণ বিশ্বাসের ছেলে।
জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজন ও ঝড়ের কবলে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সন্ধ্যায় উপজেলার জোড়খালী ইউনিয়নের পৃথক দুটি গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে দুহিতা শেখ (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।