
প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০:৪১

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেক মামলায় তাকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এর একটি মামলায় তাঁর স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। রায়ে সাইফুল ইসলামকে সর্বমোট সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরো দুই বছর ছয় মাস কারাভোগ করতে হবে। জাকিয়াকেও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে আরো এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব