
প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০:১৬

রাঙ্গুনিয়ায় ৭দিন ধরে মো. ককের বেপারী (৭০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। গত ১৫ আগস্ট রাঙ্গুনিয়ার কোদালা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তাঁর ছেলে। নিখোঁজ ককেল বেপারী ঢাকা নওয়াবগঞ্জ থানার নতুন বান্দুরা গ্রামের ডালু বাপের বাড়ির মৃত মুন্নাফ বেপারীর ছেলে।
সে উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা বড় মাদ্রাসা সংলগ্ন লেবু পাড়া মৌলভী সুলতান আহমেদ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিখোঁজ বৃদ্ধের ছেলে মো. রুবেল বলেন, কোদালায় আমার নানার বাড়ি। আমার মায়ের সাথে তিনি সেখানে সম্প্রতি বেড়াতে এসেছিলেন। গত ১৫ আগস্ট সকাল ১০টার দিকে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি।
তিনি মানসিক ভারসাম্যহীন এবং ভাল করে কথা বলতে জানেন না। তাকে অনেক খোজাখুজি করেও আজ ৭ দিন ধরে পাচ্ছি না। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশও তাকে খুঁজছেন বলে জানান। তবে এখনও পাওয়া যায়নি। তিনি তাঁর বাবাকে কেউ পেলে ০১৮৬৩-৮৭০৬৪০ নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব