আদালতের রায়ে জাতির পিতার হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ১নং রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচিরর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপি জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল দশটায় রাজিহার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, আলোচনাসভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিজয় কৃষ্ণ রায় এর সভাপতিত্বে বিদ্যালয় হল রুমে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, ১৫আগস্ট ঘাতকের বুলেটে বড় ভাই সুকান্ত আবদুল্লাহকে হারানো জেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
রাজিহার ইউনিয়ন আও’লীগ সাংগঠনিক সম্পাদক এইএচএম নেতা মতিউর রহমানের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় অন্যান্যদেরে মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বিদ্যালয় সভাপতি মহাদেব চন্দ্র বসু, উপজেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধেশ্যাম গাইন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির তালুকদার। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনাসভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অুষ্ঠিত হয়েছে। দেয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মহসিন উদ্দিন। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।