ডাকাতির মালামালসহ বরিশালে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২২শে আগস্ট ২০১৯ ০৩:৫০ অপরাহ্ন
ডাকাতির মালামালসহ বরিশালে গ্রেফতার ৮

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন অভিযুক্ত ডাকাতসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ১০ জুলাই দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ধোপাকাঠি এলাকার সৈয়দ মোস্তফা কামালের (হুমায়ুন মীর) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। দুর্বৃত্তরা ওই বাড়ির সকলকে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার রহস্য উদঘাটনের দায়িত্ব দেওয়া হয় মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) শাহেদ আহমেদ চৌধুরী। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।