পবিত্র হজ পালন শেষে গতকাল বুধবার পর্যন্ত ১৯ হাজার ৮৪০ জন হজযাত্রী দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৩টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩২টিসহ মোট ৫৫টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন পবিত্র হজ পালন করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।