“সাক্ষরতা অর্জন করি, শিক্ষা নিয়ে জীবন গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৫-৪৫ বছর বয়সী নিরক্ষর নারী-পুরুষদের মৌলিক শিক্ষা প্রদানের লক্ষ্যে উপনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন ইন্দুরকানী উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। ২০ আগষ্ট ২০১৯ মঙ্গলবার ইন্দুরকানী উপজেলা পরিষদ সভা কক্ষে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর শুভ উদ্ভোধন ও বেইজ লাইন সার্ভেকারীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ও প্রকল্পের শুভ উদ্ভোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এম.মতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, প্রোগ্রাম অফিসার মোঃ আল আমিন, প্রকল্প সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বেইজ লাইন সার্ভে পরিচালনার জন্য ৮১ জন্য নারী-পুরুষ উক্ত ওরিয়েন্টেশনে অংশ নেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অর্থায়নে রূপসী বাংলা উন্নয়ন সংস্থা ইন্দুরকানী উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।