পিরোজপুরের ইন্দুরকানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া বাজারের পুরাতন ঈদগাহ মাঠে শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বালিাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাহাত হোসেন গাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রাহাত খান রাজুর স ালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান।
এসময় বক্তব্য রাখেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারন সম্পাদক ইস্্রাফিল খান নেওয়াজ, ঢাকা মহানগর উত্তরের উপ-ক্রীড়া বিষায়ক সম্পাদক জাকারিয়া মানিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শেখ, বালিপাড়া ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক এ হাচান হিরন, বালিপাড়া ১নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহিদ বয়াতী, সদস্য জিহাদ হাওলাদার, রুবেল হাওলাদার প্রমুখ। সভায় বক্তরা বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে শোককে শক্তিতে পরিণত করে স্বাধীন বাংলার স্থপতির স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।