
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১৮:১৫

নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে সুমাইয়া আক্তার বর্ষা (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান নয়নকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বর্ষার স্বজনদের বরাত দিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ২০১৩ সালে আলী সাহারদী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান নয়নের সঙ্গে রাজধানীর কদমতলী থানার দনিয়া শরাইল এলাকার বাসিন্দা মনজুর ভূঁইয়ার বড় মেয়ে সুমাইয়া আক্তার বর্ষার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র বাবদ ১০ লাখ টাকা খরচ করে বর্ষার পরিবার। বর্ষার সংসারে সাড়ে চার বছরের এক মেয়েও রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব