
প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ২:০

প্রত্যাবাসন ঘিরে রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে সরকার ও এনজিও সংস্থার লোকজনের দফায় দফায় বৈঠক চলছে। বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন নিয়ে গুজব ও অপপ্রচার রোধে রোহিঙ্গাদের চেয়ারম্যান, টিম লিডার, হেড মাঝি, ব্লক মাঝি, মাস্টার, ইমাম, মুরব্বি ও রোহিঙ্গা নারীসহ বিভিন্ন এনজিও সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। এ বৈঠকে কোনও রোহিঙ্গাকে জোর করে মিয়ানমারে পাঠানো হবে না বলে জানানো হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে টেকনাফের জাদিমুরা শালবন রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লকে বৈঠক চলছে।

তিনি আরও বলেন, যেসব মানুষ সড়কপথে ঘুমধুম দিয়ে ফিরে যাবেন তারা সেদেশের তমব্রু এবং যারা নদী পথে টেকনাফের কেরুণতলী ঘাট দিয়ে ফিরে যাবেন তাদের গজবিল লম্বা হালি নামক এলাকায় এক-দুই দিন থাকতে হবে। এরপর সেখান থেকে তাদের মংডু এলাকার আইডিপি ক্যাম্পে রাখা হবে দুই মাস। নাম না বলার শর্তে এক রোহিঙ্গা নেতা বলেন, শিবিরে কাজ করছে এমন একটি এনজিও সংস্থার কর্মীরা গাড়িতে করে এসে মিয়ানমারের ভাষায় লেখা লিফলেট বিতরণ করছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব