
প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ২২:২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দা সামিয়া আক্তার নামে এক গৃহবধূ মারা গেছেন। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মারা যান। মায়ের চলে যাওয়া মেনে নিতে পারেনি সাথে থাকা দুই সন্তান। তাদের কান্নায় কেপে উঠে হাসপাতাল প্রাঙ্গন। সামিয়া আক্তার ফরিদপুর পৌরসভার কুঠিবাড়ি কমলাপুরের সৈয়দ আবু সালেহ মোহাম্মদ মুছার কন্যা। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরমুরারদিয়া গ্রামের রিয়াজ মোর্শেদের স্ত্রী। স্বামীর পেশাগত কারণে থাকতেন ঢাকায়। তার দুই সন্তান রয়েছে।
রিয়াজ মোর্শেদ স্ত্রীকে নিয়ে প্রাণপণ ছোটেন ঢাকা। ভর্তি করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ১৫ আগস্ট স্থানান্তর করা হয় হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার আরো অবনতি ঘটে। তাকে ১৬ আগস্ট নেয়া হয় এই হাসপাতালের আইসিইউতে। সেখানেই মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন তিনি। তার ফুসফুস অকেজো হয়ে যেতে থাকে। একটি ফুসফুস একেবারে অকেজো হয়ে যায়। অন্যটিরও অবনতি হতে থাকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব