বরিশালের আগৈলঝাড়ায় বিদেশী মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে বাশাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির সামনে চেকপোস্ট চলাকালিন সময়ে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামায় এসআই শাহাবুদ্দিন ও সঙ্গিয় পুলিশ সদস্যরা। এসময় মোটর সাইকেল আরোহী পশ্চিম গোয়াইল গ্রামের সুনীল হালদারের ছেলে সবুজ হালদার (২০) ও বড় বাশাইল গ্রামের সুভাষ গাইনের ছেলে নয়ন গাইন (১৯) এর দেহ তল্লাশী করে দুই বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
পুলিশী জিঙ্গাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসায়ি বলে জানিয়েছে। বিদেশী মদ উদ্ধারের ঘটনায় উল্লেখিতদের আটক করে ওই রাতেই এসআই শাহাবুদ্দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, নং-২(১৬.৮.১৯)।শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।