ঢাকা ১০আসনের ১৭নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৭ই আগস্ট ২০১৯ ০৭:১৯ অপরাহ্ন
ঢাকা ১০আসনের ১৭নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ১০ আসনের ১৭ নং ওয়ার্ডে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে।

অষ্ট্রেলীয়া আওয়ামিলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান ভুট্টো'র আয়োজনে এ দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম বাবুল (কলাবাগান থানা আওয়ামীলীগ সেক্রেটারী),  নজরুল ইসলাম সাধু (ধানমন্ডি থানা আওয়ামিলীগ সহ-সভাপতি)  শফিকুল ইসলাম মানিক (কোচ-জাতীয় ফুটবল দল) গোলাম সারোয়ার টিপু (সাবেক কোচ ও ফুটবল খেলোয়ার-জাতীয় ফুটবল দল) আতিকুল হাবিব (ধানমন্ডি ঈদগাঁ মসজিদের সেক্রেটারি)। 

এছাড়া এ দোয়া মাহফিলে শুক্রাবাদ/সোবহানবাগ ও তল্লাবাগের স্থানীয় আওয়ামিলীগ নেতা ও সাধারন জনগন উপস্থিত ছিলেন। মিলাদ শেষে দেশ ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের জন্য দোয়া করে তবারক বিতরন করা হয়।