
প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ৩:২১

অনুগ্রহ করে "বাঁচাও রোহিঙ্গা " বাংলাদেশে শরণার্থীদের সংকট শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনী, তথ্য প্রকাশ এবং আলোচনা।
স্থান: মেট্রো হল, ৫৫ জন স্ট্রিট টরন্টো, ON MV5 3C6, কানাডা
অনুষ্ঠানের উদ্বোধন: ১৯ আগস্ট, ২০১৯ বিকাল সাড়ে তিনটায়
অনুষ্ঠানের সময়সূচী : ১৯ ই আগস্ট থেকে ২৩ আগষ্ট, সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত
যোগাযোগ: সৈয়দ আবদুল গোফার
ইমেইল- [email protected], মোবাইল: 647 208 7761


ফটোগ্রাফি এবং অন্যান্য কাজের অবদানে যারা আছেন: দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক আনোয়ার হোসেন জয়, দৈনিক দেশরুপান্তর পত্রিকার ফটোসাংবাদিক হারুনুর রশিদ, ডেইলি নিউজ এজ পত্রিকার ফটোসাংবাদিক মোঃ সৌরভ, বিডি নিউজ টোয়েন্টিফোর অনলাইন পত্রিকার ফটোসাংবাদিক আবদুল্লাহ আল মোমিন, দৈনিক বণিকবার্তা পত্রিকার ফটোসাংবাদিক ফজলে এলাহী ওমর, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটোসাংবাদিক রেহানা আক্তার, দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস, স্মৃতি কালার স্টৃডিও’র ভিডিও গ্রাফার আবুল হোসেন, স্মৃতি কালার স্টৃডিও’র ভিডিও গ্রাফার মো: গোলাম কিবরিয়া সাইমন, অনুবাদক ওমর ফারুক জয়, অনুবাদক মোহাম্মদ তারেক, লেখক সওকত হোসেন জনী, লেখক এইচ এম ফারুক এবং গ্রাফিক্স ডিজাইনার শোহাগ হাসান। সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব