মাদারীপুরে তপন কুমার মন্ডল(৩৫) নামের এক স্বাস্থসহকারীর মৃত্যু হয়েছে। বৃহশপতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা তিনি যান। সে পেয়ারপুর ইউনিয়নের বরাইলবাড়ি গ্রামের যদুনাথ মন্ডলের ছেলে।এই নিয়ে মাদারীপুরে ডেঙ্গুজ্বর ৭জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ও পারিবার সুত্রে জানাযায় মাদারীপুরে সদরে কর্মরত স্বাস্থ সহকারী তপন কুমার মন্ডল গত ১৬দিন পুর্বে সরকারি আদেশে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫৮নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যান। সেখানে কর্তব্যরত অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হন তিনি। ঈদের ছুটিতে বাড়িতে আসলে তিনি আরো অসুস্থ হয়ে পরলে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে বুধবার আইসিইউতে থাকা অবস্থায় বৃ্হস্পতিবার বিকেলে তিনি মারা যান।
এ ব্যাপারে মাদারীপুর সিভিল সার্জন ডা: সফিকুল ইসলাম বলেন তপন মন্ডল নামের একজন সাস্থ সহকারী সরকারী দায়িত্ব ঢাকার দক্ষিন সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধ কাজে নিয়োজিত ছিল,সেখানে থাকা অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ঢাকায় মারা যায়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।