
প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ১:৪৭

শরীয়তপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, পুলিশ সুপার আবদুল মোমেন, সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবদুল্লাহ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন। র্যালী শেষে জেলা প্রশাসন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রাজনৈতিক জীবনাদর্শ তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব