কোরবানির সময় চাপাতি ফসকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১২ই আগস্ট ২০১৯ ০৯:০৭ অপরাহ্ন
কোরবানির সময় চাপাতি ফসকে শিশুর মৃত্যু

মাদারীপুর সদরে গরু কোরবানির সময় ফসকে যাওয়া ছুরির আঘাতে পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর দুধখালী বড়কান্দি গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, সকালে বাড়ির লোকজন উঠানে গরু কোরবানি করছিল। পাশে দাড়িয়ে কোরবানি দেখছিল কয়েকজন শিশু। এক পর্যায়ে কোরবানির গরুটি নড়ে উঠলে কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ সাংবাদিকদের বলেন, ছুরির আঘাত মেয়েটির পেটের ভেতর থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

দুখখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বেপারী এ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, গরুটি দাপাদাপি করতেছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।