
প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ২:৫০

রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনই কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, রাজধানীর বিভিন্ন মহল্লায় স্ব-উদ্যোগেও কোরবানির বর্জ্য পরিষ্কার করতে দেখা গেছে। সোমবার সকাল ১০ টা থেকে বিচ্ছিন্নভাবে এবং দুপুরের পর থেকে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্ন কর্মীরা মহানগরীর বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।
জানা যায়, দুই সিটি করপোরেশনের প্রায় ১৪ হাজার পরিচ্ছন্নতাকর্মী কোরবানির বর্জ্য অপসারণে কাজে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯ হাজার ৪ শ’ ৩৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাড়ে ৪ হাজারের অধিক পরিচ্ছন্নতাকর্মী এই কাজে নিয়োজিত রয়েছেন। উভয় সিটি করপোরেশনই প্রথম দিনে অর্থাৎ আজ সোমবার জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
