প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আমারও কিন্তু পেঁয়াজ ছাড়া অনেক কিছু রান্না করি। অনেক কিছুই পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। পেঁয়াজ নিয়ে এত অস্থির হওয়ার কী আছে?
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে আজারবাইজান সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কিন্তু পেঁয়াজের দাম আরও অনেক বেশি। পেঁয়াজ মিশর থেকেও আনা হয়েছে। আরও আসছে, তখন দাম কমে যাবে।
শেখ হাসিনা বলেন, কেউ কেউ অধিক লাভের জন্য পেঁয়াজ মজুদ করছে, তাদের পেঁয়াজ পচে যাচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে তাদেরই লস হচ্ছে। তিনি বলেন, পেঁয়াজের সংকট সাময়িক। অল্প সময়ের মধ্যেই দেশে ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে পৌঁছে যাবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।