নরসিংদীর শিবপুরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু,আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১১ই আগস্ট ২০১৯ ০১:২২ অপরাহ্ন
নরসিংদীর শিবপুরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু,আটক ১

নরসিংদীর শিবপুরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে রিপন মিয়া (১৭) নামের এক যুব মৃত্যু হয়েছে।এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে।গতকাল শুক্রবার (৯ আগষ্ট) রাত ৯টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের পাচপাইকা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত রিপন বাহেরদিয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র।এই ঘটনায় সজিব (১৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সজিব পাচপাইকা গ্রামের শহিদুল্লাহর পুত্র।নিহত রিপনের স্বজনরা সাংবাদিকদের জানান,পূর্ব শত্রুতার জের ধরে রাতে সন্ত্রাসীরা রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এসময় এলাকার লোকজন রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি ছলছে।হত্যায় জড়িতদের যতো দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।