
প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ১:৩০

অভিযান চালিয়ে ৬২ হাজার ৯৬০ বাসায় এডিস মশার লার্ভা ধ্বংস করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১ জুলাই হতে এ পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৭৬২ বাসা পরিদর্শন করেছে সংস্থাটি। শনিবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘পৌরকরদাতাদের মাঝে অ্যারোসল স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য দেন। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ ও সচিব মোস্তফা কামাল মজুমদার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব