মাদক সন্ত্রাস ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১০ই আগস্ট ২০১৯ ০৩:৪৫ অপরাহ্ন
মাদক সন্ত্রাস ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

মাদারীপুরে মাদক সন্ত্রাস ও এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া এ সভার আয়োজন করেন। এতে বাদামতলা, আমিরাবাদ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

বাদামতলা ভুইয়া কমিনিউটি সেন্টারে  আয়ুব আলী শেখের সভাপতিত্বে মাদারীপুর নিউজ পেপার এজেন্সির এজেন্ট ওমর আলী শিকদার উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ক্যানাডিয়া আওয়ামীলীগ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক নিরু চাকলাদার, নিশাত ভুইয়,  এনায়েত হোসেন,ওমিত ভুইয়া, জাহাঙ্গীর আলম ভুইয়া,সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

বক্তব্যে তুষার ভুইয়া বলেন, এ দেশ তথা সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ রুখতে হলে অবশ্যই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের সকলের ঐক্যেই পারে দেশ ও সমাজকে পাল্টে দিতে। পুলিশ কখনোই একা সব কিছু করতে পারবে না। আপনাদের সহযোগিতা পেলে সমাজ গঠন করতে পারবে। আর এক অভিভাবক যদি সচেতন হয় তাহলে অবশ্যই তার সন্তান খারাপ পথে পা বাড়াতে পারবে না। মাদকের বিরুদ্ধে করা হুসিয়ারি দিয়ে বললেন এক বিন্দু পরিমাণ ছার দেওয়া হবে না  মাদক বিক্রেতা এবং মাদক সেবককে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব