সৌদির সাথে মিল রেখে মঠবাড়িয়ায় ৫ গ্রামে হবে ঈদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১০ই আগস্ট ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
সৌদির সাথে মিল রেখে মঠবাড়িয়ায় ৫ গ্রামে হবে ঈদ

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এবছরও মঠবাড়িয়া উপজেলার ৫ গ্রামের কুরবানির ঈদ রোববার পালন করা হবে। শুরেশ্বর পীরের অনুসারী প্রায় পাচ গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার রোববার ঈদ-উল-আযহার নামাজ আদায় করবে এবং পশু কুরবানি দিবে। 

গ্রাম সমূহ হলো, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, চরকগাছিয়া ও খেতাছিড়া। এদিন কুরবানি নামাজ আদায়ে ভাইজোড়া গ্রামে সামশুল আলম খন্দকার বাড়ি ও ফরহাদ মেম্বরের বাড়ি ২ টি ঈদের জাময়াত অনুষ্ঠিত হবে।

সাবেক ইউপি চেয়ারম্যান সামশুল আলম খন্দকার জানান, শুরেশ্বর পীর সাহেবের নির্দেশে তার বাপ-দাদারা সৌদী আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করেছে। বর্তমানে তারাও ওই নিয়ম মেনে চলছেন। উলে­খ্য শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রমজান ও ২টি ঈদ পালন করে আসছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব