মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বরিশালের উজিরপুর উপজেলার বড়কোঠা এলাকার আব্বাস মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলযোগে আরিফ ঢাকা থেকে গ্রামের বাড়ি বরিশালে যাচ্ছিল। বিকেলে মাদারীপুর সদরের কালিতলা ব্রিজ এলাকায় আসার পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারায়। এ সময় ব্রিজের রেলিংয়ের সাথে ঠাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই যুবক। পরে আঙ্গুল কাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা পূবালী ব্যাংকের ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ওই যুবকের বাড়ির লোকজনকে খবর দেয়া হয়েছে। দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।