
প্রকাশ: ৯ আগস্ট ২০১৯, ৩:২৫

রাজধানীসহ সারা দেশে মহামারী রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গুতে মারা যাচ্ছে অনেক মানুষ। ডেঙ্গুর কারণে মাত্র কয়েক দিনে মমিনুল-সালমা দম্পতির জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। বড় সন্তান সারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আরেক সন্তান সাফা মৃত্যুর সঙ্গে লড়ছে।

সারার বাবার নাম মো. মমিনুল ইসলাম। তিনি হাইকোর্টের আইনজীবী। পরিবার নিয়ে থাকেন ঢাকার সোবহানবাগে। সারা সোবহানবাগের স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লে শ্রেণিতে পড়ত।
সারার স্বজনরা জানান, ৩ আগস্ট সারা জ্বরে আক্রান্ত হয়।তিনটি হাসপাতালে বেড খালি না পেয়ে তাকে মগবাজারে রাশমনো স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়।