কলাপাড়ায় আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ৯ই আগস্ট ২০১৯ ০৯:১৩ অপরাহ্ন
কলাপাড়ায় আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

কলাপাড়ায় আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেনসুয়ে হাওলাদার, মংথন তালুকদার ও নিশি মে প্রমুখ।

বক্তারা আদিবাসিদের মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।