সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবারিপাড়া এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (৯ আগস্ট) দুপুরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুল হামিম বাংলানিউজকে জানান, ঈদে বাড়িফেরা যাত্রী নিয়ে ঢাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে তবারিপাড়া এলাকায় ঠিকানা এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার থেকে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আহত ১০ যাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।