চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ির প্রবেশ গেটের ছাদ ধসে পড়ে নাইম হাসান (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও চারজন। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাঁকা নঁওদাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাইম হাসান বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম মহিনুদ্দীন মন্ডল।আহতরা হলো- রিফাত (১০), হুসাইন (৬), লিমন (৭) ও রাজু (১৩)।
বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান জানান, বিকালে নাইমসহ ৬-৭ জন শিশু গ্রামের হাবিবুর রহমানের বাড়ির ভেতরে খেলা করছিল। এ সময় হঠাৎ করে বাড়ির প্রবেশ গেটের উপরের ছাদ ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাইম। গুরুতর আহত অপর চার শিশু। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।হাসপাতালের চিকিৎসক হেলেনা আক্তার নিপা জানান, ভেঙে পড়া গেটের ইট পলেস্টারের আঘাতে চার শিশু শিক্ষার্থী গুরুতর আহত হলেও তারা আশঙ্কমুক্ত।জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, দুর্ঘটনার পর যাতে এই নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।