রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই আগস্ট ২০১৯ ০৫:২৫ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে দেশব্যাপী সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প গুলোতে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় উখিয়ার ৫ নং ক্যাম্পে এ উপলক্ষে এক র‍্যালী  অনুষ্ঠিত হয়। এতে প্রত্যাবাসন কমিশনার, সিভিল সার্জন, সরকারী-বেসরকারী সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, আইএনজিও,এনজিও,রোহিঙ্গা কমিউনিটির লিডার এবং শিক্ষিত রোহিঙ্গা নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।র‍্যালী  শেষে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমাদের সকল অংশীদারদের প্রচেষ্টার জন্য ঝুঁকি নিরসনে সকল ক্ষেত্র কে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংবেদনশীল করা হয়েছে। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করার জন্য প্রতিটি সম্প্রদায়ের সদস্যের গুরুত্বপূর্ণ ভূমিকা দরকার রয়েছে।

উল্লেখ্য, ডেঙ্গু খুব সকালে এবং সন্ধ্যার আগে কামড়িয়ে থাকেন। খুব সকালে ঘরের ভিতরে মশার কয়েল ব্যবহার, হালকা রঙের পোশাক, লম্বা হাতা কাপড়, যতটা সম্ভব শরীর ঢেকে রাখা এবং মশারির নিচে ঘুমানো, এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারে।ডেঙ্গু একটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়া মশা বাহিত রোগ গুলির মধ্যে একটি, যা বর্তমানে বাংদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জনস্বাস্থ্যের এক বড় উদ্বেগ হিসাবে দাড়িয়েছে।