পটুয়াখালীর বাউফলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য সেবা কেন্দ্র বাউফল পটুয়াখালীর আয়োজনে কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক এর আয়োজন করা হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কেন্দ্র কর্মকর্তা সংঙ্গীতা রানী সরকার।এ সময় বক্তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমৃকর্তা রাজিব বিশ্বাস, বাউফল প্রেস ক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক এম মনিরুজ্জামান হিরোন প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।