
প্রকাশ: ৮ আগস্ট ২০১৯, ১৮:৩৯

ব্রাহ্মণবাড়িয়ায় বখাটের অত্যাচার ও বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে সরাইল ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে চিঠি দেয়ার একদিন পর সেই বখাটে উসমান ভূঁইয়াকে ৬ মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত। বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরাইলের বেড়তলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী মোমিনা আক্তারের আবেদনের প্রেক্ষিতে এই কারাদন্ড দেয়া হয়েছে। এর আগে সোমবার বিকালে আশুগঞ্জ নির্বাহী অফিসারের কাছে স্কুলছাত্রী মোমিনা আক্তার বখাটে ওসমান ভূঁইয়ার অত্যাচার ও বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে আবেদন করেন। সে আশুগঞ্জ উপজেলার বইগর গ্রামের মৃত নুরুল আমীনের মেয়ে।
এদিকে এই বিয়ের খবর পেয়ে স্কুলছাত্রী বাড়ি থেকে পালিয়ে জেলার সরাইল উপজেলার কাটানিশার গ্রামে বড় ভগ্নিপতি জাবেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। শনিবার (৩ আগস্ট) বখাটে উছমান ভূইঁয়া সেখানে গিয়ে এই স্কুলছাত্রীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বিষয়ে প্রতিকার চেয়ে ওসমান ভূইয়ার বিরুদ্ধে সোমবার(৫ আগষ্ট) আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয় মোমেনা আক্তার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব