ঢাকার দুই সিটিকে ডেঙ্গু প্রতিরোধে ১৫ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ০৭:৩৯ অপরাহ্ন
ঢাকার দুই সিটিকে ডেঙ্গু প্রতিরোধে ১৫ কোটি টাকা বরাদ্দ

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বুধবার (৭ আগস্ট) স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা করার জন্য দুই সিটি করপোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ দেয়া হয়েছে।

অন্যান্য সিটি করপোরেশগুলোর জন্য একটি অঙ্কের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে। সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে মোট ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এদিকে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গেল ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশের হাসপাতালে প্রায় ৩০ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হন। 

চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন  ৭ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৪৮ জন। সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮ জন। তবে গণমাধ্যমের খবরে কয়েকগুণ বেশি মৃত্যুর তথ্য এসেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব