আগৈলঝাড়ায় ডেঙ্গু সচেতনতায় র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ০৬:০১ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ডেঙ্গু সচেতনতায় র‌্যালী

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” “ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” -এই শ্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় সকল শ্রেণি পেশার জনগনের সমন্বয়ে র‌্যালী, মশক নিধন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ থেকে কর্মকর্তা ও সর্বস্তরের জনগনের সমন্বয়ে র‌্যালী শুরু হয়ে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে গিয়ে শেষ হয়ে। ভেগাই হালদার পাবলিক একাডেমী প্রাঙ্গনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড়ে মশক নিধন অষুধ স্প্রে করেন কর্মকর্তাবৃন্দসহ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় এডিস মশকের বংশ বিস্তার রোধে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামুলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, গৈলা মডেল সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, ওই বিদ্যালয় প্রধান শিক্ষক যতীন্দ্র নাধ মিস্ত্রী, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিবসহ প্রমুখ কর্মকর্তা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব