নেছারাবাদে মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ০১:৪৭ অপরাহ্ন
নেছারাবাদে মশক নিধন অভিযান

নেছারাবাদে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে মশক নিধন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে একটি র্যালী বের হয়। র্যালিটি পৌর শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিন করে উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।র্যালি শেষে ফগার মেশিন দিয়ে মশক নিধনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।এসময় উপজেলার মাছ বাজার,হাসপাতাল ও ক্লিনিকের আশেপাশে মশার ঔষধ ছিটানো হয়। একই সাথে গত দু'দিন থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে সচেতনতা বৃদ্ধি এবং ভিবিন্ন স্কুলে স্কুলে মতবিনিময় করা হয়