
প্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ১৯:৩৩

উখিয়ার পার্শ্ববতী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক "গুজবে বিভ্রান্ত হবেন না,আইন নিজের হাতে তুলে নিবেন না"এই শ্লোগানে ছেলে ধরা গুজব সংক্রান্ত জনসচেতনমুলক সভা পৃথক-পৃথকভাবে আয়োজন করা হয় ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং প্রতিষ্ঠান সমুহে।৭ জুলাই সকাল ১০টা থেকে শুরু হওয়া সচেতনমুলক সভা দুপুর ১ টা পর্যন্ত চলে।এতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইসলামিক মিশন ঘুমধুমস্থ এরিয়া অফিসে সচেতনমুলক সভায় বক্তব্য রাখেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) ইমন চৌধুরী।এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া,ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা এসআই এনামুল হক,এসআই জসিম উদ্দিন, ইসলামিক মিশনের এরিয়া ম্যানেজার মাওলানা মোঃআলী,ঘুমধুম ইউনিয়ন আ'লীগ সভাপতি খালেদ সরওয়ার হারেজ,ঘুমধুম কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ডাঃ শাহজাহান,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,আ'লীগ নেতা আনোয়ারুল ইসলাম শিকদার,জাহেদ শিকদার,যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এতে,স্থানীয় আলেম-মাশায়েকগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অপর দিকে একই দিন ঘুমধুম বেতবুনিয়া বাজারেও পৃথক সভা অনুষ্ঠিত হয়।এতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জনসচেনতামুলক বক্তব্য রাখেন।তিনি বক্তব্যে বলেছেন,দেশে বর্তমান সরকারের পরিচালনায় এগিয়ে যাচ্ছে।দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আজব-গুজব ছড়াচ্ছে।দেশের মানুষকে ভীত সন্ত্রস্থ করে তোলার অপচেষ্টাই লিপ্ত রয়েছে।গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানিয়ে সচেতন হওয়ার জন্য বলা হয়।
