ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো। উল্লেখ্য, মঙ্গলবার রাতে মারা যান সুষমা স্বরাজ। এর আগে গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) নিয়ে যাওয়া হয়। ২০১৬ সালে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। এর পরও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিগত সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তবে স্বাস্থ্যগত কারণে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিজেপির এই জ্যেষ্ঠ নেতা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।