মাদারীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ১০:১২ পূর্বাহ্ন
মাদারীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

মাদারীপুের আলাদা ঘটনায় বিদ্যুৎপৃষ্ট স্কুলছাত্র ও গৃহবধূর মত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দুটি স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার খােয়াজপুর ইউনিয়নের চরগােবিন্দপুর এলাকায় আমির হােসেন বেপারীর ছেলে আরমান বেপারী (১৩)। অপরজন মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার সুবল চক্রবর্তীর স্ত্রী জােসনা রাণী চক্রবর্তী (৩৫)। পুলিশ ওস্বজনরা জানায়, আমির হােসেনের ঘরে বেদ্যুতিক মিটারের একটি তার টিনের বেড়ার সাথে লেগে ছিল। গৃহকর্তার ছেলে আরমান ওই টিনের বেড়ায় হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে ঘরের লােকজন দ্রুত আরমানকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। এদিকে সন্ধ্যা ৭টার দিকে সদরের মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার জােসনা রাণী তার ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালাতে একটি সুইচ চাপ দেয়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। দ্রুত তার স্বজনরা জােসনাকে গুরতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, সদর উপজেলার আলাদা দুটি স্থানে বিদ্যুৎপৃষ্ট একজন কিশাের ও একজন গহবধূরকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজেনরা। আমরা পরিক্ষা নিরিক্ষা করে দুইজনকেই মৃত্যু ঘােষনা করি।