ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নবাগত ওসি শাহাদাত হোসেন টিটু বলেছেন,"মাদকের টাকা আমার জন্য হারাম।" এখানকার মাদক ব্যবসা যেকোনো মূল্যে উৎখাত করা হবে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিচারের জন্য আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের গডফাদারদের ব্যাপারে কোন ছাড় নেই। আজ মঙ্গলবার (৬আগস্ট) দুপুরে উপজেলা আইনশৃংখলা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা।
সভায় ওসি শাহাদাত হোসেন আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কুফল নিয়ে ও নানা গুজব প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে প্রচার-প্রচারণা অব্যাহত আছে। এ জন্য তিনি জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা চেয়েছেন। এদিকে আইনশৃংখলা সভায় উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। সভায় সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন বলেন, সোমবার ইউএনও'র উপস্থিতিতে সদরের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় লোকজন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঈদকে ঘিরে কুচক্রী লোকেরা জাল টাকার অবৈধ ছড়াছড়ি চালাতে পারে। এ জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। ইউএনও বলেন, এ ব্যাপারে প্রশাসনও তৎপর রয়েছে। উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, ঈদ বাজারে বিভিন্ন সড়কে মানুষ যেন হয়রানির শিকার না হন, সেই দিকে লক্ষ্য রাখতে দায়িত্বশীলদের প্রতি তিনি অনুরোধ জানান। সভায় উপজেলার নয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।