আগৈলঝাড়ায় ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: মঙ্গলবার ৬ই আগস্ট ২০১৯ ০১:৫৮ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোবানির পশুর হাটের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছেন অফিসার ইনচার্জ, মোঃ আফজাল হোসেন।মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন এর রুমে এ সভা অনুষ্ঠিত হয়।এ সমায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ইজারাদারদের অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সচেতন থাকা, এক বাজারের গরুর ট্রাক জোরপূর্বক অন্য বাজারে না নামানো, বাজারের নির্দিষ্ট এলাকার বাহিরে গরু না রাখা, আলাদা পোশাকে পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা রাখা, তালিকা কাউন্টারের সামনে দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখা, জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন রাখা, আপদকালীন সময়ের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার নির্দেশ দেন। এ ছাড়া কুরবানির পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকায় দ্বায়িত্ব প্রাপ্ত অফিসারদের কঠোর নির্দেশনা প্রদান করেন। বড় ব্যবসায়ীদের বেশি পরিমাণে টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা-পুলিশের সহায়তা গ্রহনের জন্য হাট ইজারাদারদের আহ্বান জানান। তখন তিনি অরো বলেন সাম্প্রতিক সময়ের ডেঙ্গুর প্রদুর্ভাব ও গুজব প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পশুর হাটের ইজারাদারদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং এবারের হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু দিক-নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত) নকিব আকরাম হোসেন, এসআই/মোঃ শাহাব উদ্দিন ও আগৈলঝাড়া থানার বিভিন্ন পশুর হাটের ইজারাদাররা। মতবিনিময় সভায় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ, মোঃ আফজাল হোসেন