সম্প্রতি তাহারিকে খতমে নবুয়্যাত বাংলাদেশের আমির ড. সাইয়্যেদ মুফতি এনায়েত উল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকীর(জৈনপুরী) বিরুদ্ধে কাদিয়ানী সম্প্রদায় মিথ্যা মামলা দায়ের করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপ-প্রচার করে। কাদিয়ানীরা বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য প্রচার করে প্রশাসনকে বিভ্রান্ত করে যাচ্ছে। এর প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনের ধর্মপ্রাণ মুসুল্লিরা বিক্ষোভ ও মানব বন্ধন করেছে। তাহারীকে খতমে নবুয়্যত ভোলা শাখার আয়োজনে রবিবার বিকাল ৫ টার দিকে মানিকারহাট বাজারে ও সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মুসুল্লি এ মানব বন্ধনে অংশ নেন। মানব বন্ধনে বক্তারা বলেন, কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের একটি কলঙ্কিত অধ্যায়। তারা ইসলামের লেবাস পরে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এরা বিভিন্ন ফতোয়া দিয়ে শান্তির ধর্ম ইসলামকে বিভ্রান্তির পথে ঠেলে দেয়ার চেষ্টা চালাচ্ছে। বাংলার ইসলাম প্রিয় জনতা ওদের সকল অপকর্মকে রুখে দিতে প্রস্তুত রয়েছে। মানব বন্ধনে বক্তব্য রাখেন, ছোটমানিকা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মানিকারহাট তাফসির কমিটির সম্পাদক মাওলানা খলিলুর রহমান, দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক মাওলানা ইউসুফ আল-আসলামী সাহেব, ইদারাহ্ মাদ্রাসার সুপার মাওলানা আলহাজ্ব মাওলানা ফকরউদ্দীন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বড় মানিকা কাশিমিয়া মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ, সহ-সুপার মাওলানা সাইদুল হক,মাওলানা ইব্রাহিম প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।