বন্যাদুর্গত এলাকায় দ্রুত ৮টি খাদ্য গুদাম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘বন্যায় কোনও খাদ্যশস্য নষ্ট হয়নি। দেশে খাদ্য সংকট হওয়ার কোনও কারণ নেই। সারা দেশে ধানের জন্য ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ২শ’ সাইলো নির্মাণ করা হবে।’
সোমবার (৫ আগস্ট) সকালে মোংলার জয়মনিতে ৫০ হাজার মেট্রিক টনের সাইলো পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। এছাড়া মোংলা বন্দর দিয়ে ৪৬ শতাংশ খাদ্য আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মোংলার জয়মনির সাইলো আরও কার্যকরী করার জন্য জেটির সামনে ড্রেজিং এবং মোংলা-জয়মনি রাস্তার সংস্কার দ্রুততম সময়ে করা হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।