তাহাজ্জুদ নামাজে সেজদারত অবস্থায় এনামুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ০৬:৩৯ অপরাহ্ন
তাহাজ্জুদ নামাজে সেজদারত অবস্থায় এনামুলের মৃত্যু

ইন্টারনেটমুন্সিগঞ্জের টংঙ্গীবাড়িতে নামাজের সেজদারত অবস্থায় এসিআই ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার নাম এনামুল হক। শুক্রবার (২ আগস্ট) ভোরে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় তিনি মারা যান।

আজ শনিবার (৩ আগস্ট) ভোরে এনামুল হকের সাবেক সহকর্মী গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘এসিআই ফার্মাসিউটিক্যালসের সুনামগঞ্জ কর্মরত এরিয়া ম্যানেজার এনামুল ভাই চলে গেলেন না ফেরার দেশে।

শুক্রবার ভোরে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় কাউকে কিছু না জানিয়ে তিনি চলে গেলেন। তিনি আরও বলেন, তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। মৃত্যুকালে তার স্ত্রী, একমাত্র ছেলে রাফি, অনেক গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব