ডেঙ্গু সংকট মোকাবিলায় সরকারি সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একেকজন একেক কথা বললে বিভ্রান্তি ছড়ায়। রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর শান্তিনগরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি বলেন, লোক দেখানো উদ্যোগ নয়, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। একই অনুষ্ঠানে দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানালেন, সেপ্টেম্বরের আগে পরিস্থিতি উন্নতি হবে না।
বর্ষা মৌসুম শেষ হতে ঢের বাকি থাকলেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গুর প্রকোপ। শুরু থেকে এ সংকট মোকাবিলায় সমন্বয়হীনতার অভিযোগ ছিলো দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়গুলোর মধ্যে। ডেঙ্গু নিয়ে পরস্পর দায় চাপানোর ইস্যু গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। এমন অবস্থায় এ নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানীতে দলের একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সেবা সংস্থার নেতারা একেক জন একেক কথা বললে বিভ্রান্তির সৃষ্টি হয়।
ওবায়দুল কাদের বলেন, মাইক লাগিয়ে কিছু লোক জড়ো করে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন ও কথাবার্তা সমন্বিত হতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। সুনির্দিষ্ট কোন আশার বানী শোনাতে পারেননি তিনি। সাঈদ খোকন বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। একই দিনে ডেঙ্গু সংকট মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।