
প্রকাশ: ৪ আগস্ট ২০১৯, ২১:২৭

মুন্সীগঞ্জের লৌহজং এর শিমুলিয়ায় চারটি ফেরি ঘাট রয়েছে, এরমধ্যে ৪ নং ঘাটের নাম রাখা হয়েছে ‘ভিআইপি ফেরি ঘাট’। জানা গেছে, ভিআইপি যাত্রীদের ফেরি পারাপারে কোন রকম দেরি হলে বা অন্য কোন ধরনের সমস্যা হলে বিআইডাব্লিউটিসি'র স্টাফদের ওপর বদলি বা বরখাস্তের মত শাস্তির খড়গ নেমে আসে। বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সাবেক উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ বরকতউল্লাহকে মাত্র সাত মাসের মাথায় বদলিও করা হয়। এক ভিআইপি'র জন্য দ্রুত সময়ে ফেরি পারাপারের ব্যবস্থা করতে না পারার ‘ব্যর্থতা’র কারণে তাকে পরদিনই বদলি করা হয় বলে ধারণা করা হয়। যদিও এবিষয়ে শাহ মোঃ বরকতউল্লাহ বলেন, "আমাকে বদলির চিঠিতে এরকম কিছু লেখা ছিল না।"

ইনিউজ ৭১/টি.টি. রাকিব