
প্রকাশ: ৩ আগস্ট ২০১৯, ৩:৫৩

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে রাঙ্গুনিয়ার এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একই স্কুলের আরও ২ শিক্ষিকা সহ অপর একজন। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা ইয়াসমিন (৪২)। সে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকার রফিকুল ইসলামের মেয়ে। আহতরা হলেন একই স্কুলের প্রধান শিক্ষিকা জোবেদা খানম (৪০), সোমা ঘোষ (৩৮) এবং জনৈক প্রণয় পাল (১৫)। তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব