ট্রাক-অটোরিকশা সংঘর্ষে রাঙ্গুনিয়ার স্কুল শিক্ষিকা নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৩রা আগস্ট ২০১৯ ০৯:৫৩ অপরাহ্ন
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে রাঙ্গুনিয়ার স্কুল শিক্ষিকা নিহত, আহত ৩

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে রাঙ্গুনিয়ার এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একই স্কুলের আরও ২ শিক্ষিকা সহ অপর একজন। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা ইয়াসমিন (৪২)। সে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকার রফিকুল ইসলামের মেয়ে। আহতরা হলেন একই স্কুলের প্রধান শিক্ষিকা জোবেদা খানম (৪০), সোমা ঘোষ (৩৮) এবং জনৈক প্রণয় পাল (১৫)। তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কয়েকজনকে গুরতর আহত অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, কাভার্ড ভ্যানটি ব্রেক ফেল হয়ে একটি অটো রিকশা ও একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমেনা ইয়াছমিন নামে একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কার্ভাডভ্যানসহ চালককে আটক করা হয় বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, স্কুল শেষে বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম শহরের বাসায় সিএনজি অটোরিকশায় ফিরছিলেন এই তিন শিক্ষিকা। যাওয়ার পথে নগরের পাঁচলাইশ থানার আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে পৌছালে সিএনজি অটোরিকশা ও অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা মারে একটি কাভার্ড ভ্যান। বহদ্দারহাট মুখি এই কাভার্ড ভ্যানের চাকা পাংচার হওয়ার পর নিয়ন্ত্রণ হারায় বলে জানা যায়। আহত সোমা ঘোষকে মেডিকেল থেকে নগরীর ট্রিটমেন্ট হাসপাতালের আইসিইউতে আনা হয়েছে বলে জানায় তার স্বজনরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব