ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি না করায় মাদারীপুরে অভিযান চালিয়ে দোকানীদের সর্তক করেছেন সদর মডেল থানা পুলিশে সদস্যরা। শনিবার সকালে শহরের পুরাতন কোর্ট ও চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের সদস্যরা সব ধরণের সিগারেট বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত দাম রাখতে সকল দোকানীকে অনুরোধ জানায়।
এমনকি ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি না করলে আগামীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়।জানা যায়, অভিযান পরিচালনার সময় ডারবি সিগারেটের কোম্পানী নির্ধারিত ৪ টাকার পরিবর্তে ৫ টাকা, বেনসন ১৩ টাকার পরিবর্তে ১৪টাকা দাবি করায় পুলিশ কর্মকর্তারা এর কারণ জানতে চান।
যথাযথ কারণ জানতে না পারায় ওই দোকানদারকে সব ধরনের পণ্য সার্বিক মূল্যে বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়। ঘটনার গভীরতা নিরীক্ষা করতে পুলিশ কর্মকর্তারা আশপাশের আরও কিছু দোকানে ঘুরে একই চিত্র দেখতে পান। এ ব্যাপারে উৎসুক জনতা ও সকল দোকানদারকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয় করতে সচেতন থাকার নির্দেশ প্রদান করেন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।