ভোলার বোরহানউদ্দিন টু ঢাকাগামী ফিটনেসহীন লঞ্চ এমভি জাহিদ-৭ প্রশাসন আসছে শুনে দ্রুত পালানোর সময় লঞ্চের ধাক্কায় বালুর ড্রেজারের তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের ফকির বাড়ীর মোড়ে ওই ঘটনা ঘটে। আহতরা হলেন, মো: জাবেদ (৪০), মো: রিয়াজ (৩৫), মো: এমরান (২৫)। এলাকাবসী তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনে। কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা খারাপ দেখে ভোলার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। এসময় লঞ্চের ধাক্কায় একটি বালুর ড্রেজার ও একটি ট্রলার দুমড়ে-মুচড়ে যায়। ড্রেজার তদারককারী নুরু দফাদার জানান, এ ঘটনায় তারা লঞ্চটির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র জানায়, বোরহানউদ্দিন-ঢাকা নৌরুটে যাত্রীদের মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে প্রায় ২০ বছর আগে নির্মান করা ফিটনেসহীন এমডি জাহিদ-৭ লঞ্চটি। লঞ্চটির পাশের দিক ও পেছনের অংশে অনেকগুলো ছোট-বড় ফাটল থাকা সত্ত্বেও শত শত যাত্রী নিয়ে চলাচল করছে। বিকল্প কোন লঞ্চ না থাকায় পায়ান্তর না থাকায় যাত্রীরাও জীবনের ঝুঁকি নিয়ে এ লঞ্চে যাতায়াত করছেন। বৈরী আবহাওয়ায় ল টি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার পড়ে প্রানহানীর আশঙ্কা করছে সাধারন মানুষ। গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিটনেস বিহীন লে র ছবি ভাইরাল হয়। এতে নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন।
এরই ধারাবাহীকতায় গত ৭দিন পূর্বে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার লঞ্চটি মেরা লঞ্চ মত ছাড়া যাত্রী ওঠানামা করতে নিষেদ করেন। বিআইডব্লিউটিএ কর্মকর্তাকে সাত দিনের মধ্যে লঞ্চটি মেরামত করে ফিটনেস উপযোগী করে চালানোর নির্দেশ দেন। কিন্তু শুক্রবার সরেজমিনে দেখাযায় কিছু স্থানে জোড়া তালি দিয়ে ঢাকা থেকে যাত্রী নিয়ে বোরহানউদ্দিনে আসেন। এতে লঞ্চ কর্তৃপক্ষের উপর অনেকটা ক্ষেপেযান উপজেলা প্রশাসন। তারা লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ কর্তৃপক্ষকে জানান, বিআইডব্লিউটিএর ছাড়পত্র ছাড়া এ ঘাট থেকে লঞ্চ যাবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের লোকজন ফিরে আসার পর শুক্রবার বিকেলে লঞ্চটি সুযোগ বুঝে দ্রুত পালানোর সময় উপজেলার ফকির বাড়ীর মোড় নামক স্থানে একটি বালুর ড্রেজার ও মাল পরিবহনকারী ট্রলারে ধাক্কা দিলে ড্রেজার ও ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় লঞ্চের ধাক্কায় ড্রেজারে থাকা তিন শ্রমিক গুরুতর আহত হয়। ভোলা নদীবন্ধরের বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান জানান, ঢাকা থেকে এ লঞ্চ ছাড়ার কথা’ই না। এব্যপারে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।