
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ০:৫

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছেন মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে’র নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় একদল রোহিঙ্গা তাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। এরপরও প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গা নেতাদের প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। ওই বৈঠকে রোহিঙ্গা নেতারা স্বদেশে ফেরার বিষয়ে সম্মত না হওয়ায় বিকেলে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা ছিল। শনিবার সকাল ১০টায় বিমান যোগে কক্সবাজার পৌঁছে মিয়ানমারের প্রতিনিধি দল। মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে’র নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলটি বিমানবন্দর থেকে হোটেল রয়েল টিউলিপে যায়। এরপর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন যান তারা।
প্রতিনিধিদলটি দুপুর দেড়টার দিকে কুতুপালং ক্যাম্পে গিয়ে রোহিঙ্গা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করে। এরপর প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের ৩৫ জনের একটি দলের সাথে বৈঠক করে। যেখানে ৭ জন নারী ও ২৮ জন পুরুষ রোহিঙ্গা প্রতিনিধি রয়েছেন।রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধিদলের সদস্যরা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে প্রথম দফায় বৈঠক করেছেন। এসময় রোহিঙ্গাদের কে নিজ দেশে ফিরে যেতে আহবান জানান প্রতিনিধিরা। একই সঙ্গে ফিরে গেলে সেখানে কী রকম সুযোগ সুবিধা পাবেন তার সম্পর্কে ধারণা দেয়া হয়।এসময় রোহিঙ্গাদের পক্ষে নানা দাবি উত্থাপন করা হয়।প্রথম দফায় বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের স্বদেশে ফেরত যেতে সম্মতি আদায় করতে ব্যর্থ হয়েছেন। ফলে দ্বিতীয় দফায় বিকালের দিকে আবার বৈঠক করার কথা রয়েছে।
বৈঠক শেষে প্রতিনিধিদলটি গণমাধ্যমের সাথে কথা বলবে বলে জানা গেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারেরর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে মিয়ানমারের প্রতিনিধি দল। ক্যাম্প পরিদর্শন শেষে তাদের সঙ্গে বৈঠকে বসেছে রোহিঙ্গাদের একটি অংশ। এর পাশেই মিয়ানমারের নাগরিত্ব দিয়ে প্রত্যাবাসনের দাবিতে বিক্ষোভ করছেন রোহিঙ্গাদের আরেকটি অংশ। শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্পে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় রোহিঙ্গারা বলতে থাকেন, আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা। মিয়ানমারের নাগরিক হিসেবে আমাদের ফিরিয়ে নিতে হবে। অন্যথায় আমরা ফিরে যাব না।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব